মেহেরপুর মিনা ক্লাবের নিজস্ব অর্থয়নে দরিদ্র ও অসহায় নারীদের আর্থিক ও মানসিক স্বাবম্বী করে গড়ে তুলতে ২২ জন হত দরিদ্রের মাঝে ছাগল ও সেলাই মেশিন বিতরণ করেছে মেহেরপুর মহিলা ক্লাবের অংগ সংগঠন মিনা ক্লাব।
আজ বুধবার দুপরে মেহেরপুর সার্কট হাউজ মিলানায়তনে মিনা ক্লাবের সভাপতি এড. লতিফা খানম ছাগল ও সেলাই মেশিন বিতরণ করেন।
মেহেরপুর ক্লাবের সাধারণ সম্পাদক ও সহকারী কমিশনার শুভ্রাদাসের সঞ্চালনে মিনা ক্লাবের সভাপতি এড. লতিফা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শফিকুল আলম, পুলিশ সুপার হামিদুল ইসমলাম, গণঃপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আসানউল্লাহ প্রমুখ।
বিডি-প্রতিদিন/৪ নভেম্বর ২০১৫/শরীফ