রাজশাহীর গোদাগাড়ীতে পণ্যবাহী একটি ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার বেলা পৌনে একটার দিকে উপজেলার মহিষালবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার মহিষালবাড়ি এলাকার মিজান উদ্দিনের ছেলে দুলাল ও রাজ্জাকের ছেলে ডলার।
রাজশাহীর গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আবু ফরহাদ জানান, মহিষালবাড়ি এলাকার একটি গ্যারেজে মোটরসাইকল মেরামত করে বাড়ি ফিরছিলেন দুলাল ও ডলার। পার্শ্বরাস্তা থেকে রাজশাহী-চাপাইনবাবগঞ্জ মহাসড়কে উঠার সময় পণ্যবাহী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুলালের মৃত্যু হয়। আহত অবস্থায় ডলারকে উদ্ধার করে গোদাগাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুলালের লাশটি উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তবে ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।
বিডি-প্রতিদিন/ ০৪ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন