নোয়াখালীর কবিরহাট উপজেলার ছাপরাশির হাট জেএসসি পরীক্ষা কেন্দ্রে বুধবার দুপুরে পুলিশের উপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। এ সময় শাহাজাহান নামের এক কনস্টেবল আহত হয়।
এ ঘটনায় পুলিশ ছাপরাশির হাট ইউনিয়নের ছাত্রলীগের সহসভাপতি ও স্থানীয় মানিক মেম্বারের ছেলে মোঃ শরিফকে গ্রেফতার করে। এ ব্যাপারে কবিরহাট থানায় একটি মামলা হয়েছে।
জানাগেছে, উপজেলার ছাপরাশির হাট জেএসসি পরীক্ষা কেন্দ্রে মঙ্গলবার দায়িত্ব অবহেলার দায়ে হল গার্ড, শিক্ষক শংকর চন্দ্র ভৌমিক কে নোয়াখালী এডিসি জেনারেল বহিষ্কার করেন। এ নিয়ে স্থানীয় ছাত্র লীগের নেতা কর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্ঠি হয়। আজ সকালে পরীক্ষা শুরু হওয়ার পর ছাত্রলীগের কর্মীরা পরীক্ষার হলের দিকে আসার চেষ্টা করে। এ সময় পুলিশ বাধা দিলে উত্তেজনা দেখা দেয়। পরীক্ষা শেষ পর্যায়ে ছাপরাশিরহাট ছাত্রলীগের সভাপতি ও স্থানীয় দীন মোহাম্মদের ছেলে নজরুল ইসলাম পোলকের নেতৃত্বে ছাত্রলীগের নেতা কর্মীরা পুলিশের উপর হামলা চালায়।
এ সময় পুলিশ কনস্টেবল শাহাজাহান গুরুতর আহত হন। পরে পুলিশ স্থানীয় ছাত্রলীগের সহসভাপতি মোঃ শরীফকে গ্রেফতার করে। কবিরহাট থানার ওসি মুক্তার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশের ওপর হামলা ও কাছে বাধা দেয়ার ঘটনা মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৪ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন