ময়মনসিংহের মুক্তাগাছায় আগুনে পুড়ে পাাঁচ মাসের শাকিলা নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার ঘোগা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার বিকেলে অসাবধানতা বশত রাজ্জাকের ঘরে আগুন লাগে। এসময় নানার বাড়িতে বেড়াতে আসা ৫ মাসের শিশু কন্যা ঘরের ভেতর বিছানায় ঘুমিয়ে ছিল। সেখানেই দগ্ধ হয়ে ঐ শিশুর মৃত্যু হয়। পরে উপজেলা ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক টিম গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ ০৪ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন