পাবনার চাটমোহরে উপজেলা বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কায় পৌর এলাকায় আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
গতকাল বুধবার রাতে স্থানীয় প্রশাসন এই ধারা জারি করেন বলে জানিয়েছেন চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার সরকার।
তিনি বলেন, চাটমোহর পৌর এলাকার সবুজ সংঘে বৃহস্পতিবার সকাল ১১টায় চাটমোহর উপজেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কাউন্সিলকে কেন্দ্র করে বুধবার দুপুর থেকেই উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য কেএম আনোয়ারুল ইসলাম ও জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক বহিষ্কৃত উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরার সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। ক্রমে এই পরিস্থিতির অবনতি হতে থাকলে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম শেহেলী লায়লা পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেন।
তিনি আরও বলেন, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত এই ধারা বলবৎ থাকবে বলে জানিয়ে পৌর এলাকায় মাইকিং করা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৫ নভেম্বর, ২০১৫/মাহবুব