মেহেরপুরে অভিযান চালিয়ে ৭ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল।
বুধবার দিবাগত রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার হামিদুল আলমের নির্দেশে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন ও মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আব্দুস ছালেকের নেতৃত্বে পুলিশের একাধিক টিম বুধবার দিবাগত রাতের বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আসামিদের মধ্যে জিআর মামলায় ৩ জন, সিআর মামলায় ৩ জন ও মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত ১ জন।
অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান জানান, বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের মেহেরপুর জেলহাজতে প্রেরণ করা হবে।
বিডি-প্রতিদিন/০৫ নভেম্বর, ২০১৫/মাহবুব