কক্সবাজারের টেকনাফ সীমান্তে দেড় কোটি টাকার সমমানের ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার ভোর রাত ৩টার দিকে এসব ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ২ বর্ডার গার্ড ব্যাটলিয়ান অধিনায়ক লে. কর্ণেল মো. আবু জার আল জাহিদ।
তিনি জানায়, শনিবার ভোর রাত ৩টার দিকে বিজিবি অধিনায়কের নেতৃত্বে নাজির পাড়া বিওপির একটি বিশেষ টহলদল সাবরাং আছার বনিয়া কুলছড়ি পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এ উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা বলে তিনি জানান।
তিনি আরও জানান, ইয়াবা ট্যাবলেটসমূহ ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
বিডি-প্রতিদিন/০৭ নভেম্বর, ২০১৫/মাহবুব