“সমবায় উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে টেকসই উন্নয়ন” এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে লক্ষ্মীপুরে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। আজ শনিবার সকালে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালি বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্যা আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কংকন চাকমা, জেলা সমবায় কর্মকর্তা মেহের উদ্দিন আহম্মদ। এসময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষসহ সমবায়ীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ০৭ নভেম্বর, ২০১৫/ রশিদা