সিলেটের ফেঞ্চুগঞ্জে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ঘুষির আঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ শনিবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হেলাল মিয়া নামের ওই যুবক ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের নয়াগাঁওয়ের মৃত কুতুব মিয়ার ছেলে। গত শুক্রবার সকালে একই গ্রামের তারেকের ঘুষিতে গুরুতর আহত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়- গত শুক্রবার সকালে নয়াগাঁওয়ের তারেক আহমদের ছেলে সাগর ও হেলাল আহমদের ছেলে রনির মধ্যে ঝগড়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ওইদিন সন্ধ্যায় হেলাল মিয়ার সাথে তারেকের তর্কাতর্কি হয়। তারেক একপর্যায়ে হেলালের কানের উপর ঘুষি মারেন। এতে হেলাল জ্ঞান হারিয়ে ফেলেন এবং তার কান দিয়ে রক্ত ঝরতে থাকে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসমানী হাসাতালে ভর্তি করা হলে আজ সকালে তিনি মারা যান।
বিডি-প্রতিদিন/ ০৭ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন