চট্টগ্রাম বিশেষ অভিযান চালিয়ে ৪৮১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি এলজি, দুটি পিস্তল, দেড় হাজার ইয়াবা এবং বিপুল পরিমান চোলাই মদ ও গাঁজা উদ্ধার করা হয়।
শুক্রবার রাতে জেলার বিভিন্ন থানা এলাকায় এ অভিযান পরিচালনা করে পুলিশ।
জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাছান বলেন, শুক্রবার রাতে জেলার বিভিন্ন থানায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৩৬৪ জনসহ ৪৮১ জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে অস্ত্র, ইয়াবা, চোলাই মদ, গাঁজা উদ্ধার করা হয়। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৭ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন