সিলেটের জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সেক্রেটারি গোলাম রোকবানী জাবেদকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দুপুর ২টার দিকে উপজেলা পরিষদের সামনে থেকে থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান জানান, গোলাম রোকবানী জাবেদের বিরুদ্ধে সিলেট ও জকিগঞ্জে বেশ কয়েকটি মামলা রয়েছে। মামলাগুলোর মধ্যে গাড়ি পুড়ানোর অভিযোগে তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।
বিডি-প্রতিদিন/০৭ নভেম্বর, ২০১৫/মাহবুব