তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিরাজগঞ্জের শাহজাদপুরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ইউসুফ আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ১১ জনকে আটক করেছে।
শনিবার সকাল ৯টার দিকে উপজেলার রূপবাটি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল মোয়াখোলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত ইউসুফ আলী (৬৫) ওই গ্রামের মৃত নসির উদ্দিন মোল্লার ছেলে। আহতদের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সংবাদ পয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন এবং লাশ উদ্ধার ও ঘটনাস্থল থেকে ১১ জনকে আটক করেছেন।
স্থানীয়দের বরাদ দিয়ে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক জুলহাস উদ্দিন জানান, মোয়াকোলা গ্রামের নুহু মোল্লা ও শহীদ মোল্লা গ্রুপের মধ্যে দ্বন্ধ চলছিল। এ অবস্থায় শুক্রবার রাতে নুহু মোল্লা বাঘাবাড়ী থেকে ফেরার পথে এলাকার মাঠের মধ্যে শহীদ মোল্লা পক্ষের কয়েক যুবককে আড্ডা দিতে দেখে তাদের বাড়ি যেতে বলেন। এ সময় যুবকেরা তার কথায় কর্ণপাত না করে উল্টো তর্কে জড়িয়ে পড়ে। এ ঘটনা নিয়ে শনিবার সকালে শালিস বৈঠকে বসার কথা ছিল। শালিস বৈঠক বসার আগেই শহীদ মোল্লা গ্রুপের লোকজন অতর্কিতভাবে নুহু মোল্লা গ্রুপের লোকজনের উপর হামলা চালালে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে প্রতিপক্ষের ধারালো ফলার আঘাতে নুহু মোল্লা গ্রুপের ইউসুফ আলী ঘটনাস্থলেই মারা যায় এবং এতে উভয় পক্ষের আরো ২০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের হাসপাতালে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক জানান, নিহতের লাশ উদ্ধারের পর থানা হেফাজতে রাখা হয়েছে। রবিবার সকালে মর্গে প্রেরণ করা হবে। পুনরায় সংঘর্ষের আশংকায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে ১১ জনকে আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৭ নভেম্বর, ২০১৫/মাহবুব