রাজশাহীর বাঘা উপজেলা জামায়াতের নায়েবে আমির আবদুল লতিফ ও জামায়াতের কর্মী জাহাঙ্গীর হোসেনকে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুরে তাদের আটক করে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ।
আটক আবদুল লতিফ বাঘা হজরত আবদুল হামিদ দানিশ মন্দ (রহ.) সিনিয়র ফাজিল মাদ্রাসার আরবি বিভাগের শিক্ষক।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রহমান জানান, ডিবি পুলিশ তার এলাকায় অভিযান চালিয়েছে। উপজেলার বানিয়াপাড়া এলাকা থেকে আবদুল লতিফকে ও বাঘা বাজার এলাকায় নিজস্ব দোকান থেকে জাহাঙ্গীরকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ।
বিডি-প্রতিদিন/০৭ নভেম্বর, ২০১৫/মাহবুব