লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পানিতে ডুবে মাহিন মিয়া (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মহিষখোচা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহিন মিয়া মহিষখোচা এলাকার কাপড় ব্যবসায়ী হাবিবুর রহমান হাবিবের ছেলে।
মহিষখোচা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরী বলেন, মাহিন ও অপর এক শিশু বাড়ির পাশে ফুটবল খেলছিল। এ সময় ফুটবলটি পাশের পুকুরে পড়ে গেলে মাহিন বলটি তুলতে গিয়ে পানিতে ডুবে যায়। এ সময় অপর শিশুর চিৎকারে বাড়ির লোকজন এসে মাহিনকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা সহকারী মেডিকেল অফিসার আব্দুস সালাম বলেন, হাসপাতালে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৭ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন