নোয়াখালীতে বিশেষ অভিযান চালিয়ে চাটখিল উপজেলা জামায়াতের আমির সাইফুল্লাহ ও সেনবাগ উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক নিয়াজুর রহমানসহ বিএনপি ও জামায়াতের ৪৩ নেতাকর্মীকে আটক করে পুলিশ।
পুলিশ সুপার ইলিয়াছ শরীফ জানান, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় আটককৃতদের মধ্যে নাশকতার মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী রয়েছে।
শনিবার তাদেরকে আদালতে হাজির করা হলে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিডি-প্রতিদিন/ ০৭ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন