মাদারীপুর সদর উপজেলার সিরখাড়া ইউনিয়নের রাধারবাড়ি গ্রাম থেকে শুক্রবার রাতে মিতু আক্তার (২০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার সিরখাড়া ইউনিয়নের ভুতেরবাড়ি গ্রামের ছালাম জমাদারের মেয়ে মিতু আক্তারের সাথে প্রায় দুই বছর আগে পাশের ইউনিয়ন বাহাদুরপুরের রাধারবাড়ি গ্রামের তৈয়ব আলী হাওলাদারের ছেলে ইতালী প্রবাসী আল-আমিন হাওলাদারের বিয়ে হয়। বিয়ের কয়েক দিন পর মিতুর স্বামী আবার ইতালী চলে যায়।
প্রায় দুই বছর পর গত এক মাস আগে আল-আমিন বাংলাদেশে আসে। আসার পর থেকে মিতুকে যৌতুকের টাকার জন্য চাপ দিতে থাকে। এনিয়ে দুজনের মধ্যে ঝগড়া লেগেই থাকতো।
শুক্রবার রাতে ঐ গৃহবধূর বাবার বাড়ির লোকজন মিতুর মৃত্যুর খবর পেয়ে ছুটে আসে। এসময় তারা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠায়। এই ঘটনায় মাদারীপুর মডেল থানায় মামলা হয়েছে। অপরদিকে রাত থেকে আল-আমিনসহ তার পরিবারের লোকজন পলাতক আছে।
মাদারীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রির্পোট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/ ০৭ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন