ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কাপাসহাটিয়া ইউনিয়নের ভালকী গ্রামে জ্বলন্ত চুলার উপর ফেলে সাথী খাতুন(২৮)কে তার স্বামী আব্দুল মালেক পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে সাথী খাতুন রান্না করছিলেন। এ সময় পারিবারিক কলহের জের ধরে স্বামী আব্দুল মালেক তাকে জ্বলন্ত চুলার উপর ধাক্কা দিয়ে ফেলে দেন। এতে সাথী ঝলসে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
হরিণাকুণ্ডু থানার ওসি এরশাদুল কবীর চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/ ০৭ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন