ফেনীতে ট্রেনে কাটা পড়ে মোহাম্মদ মোস্তফা (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ফতেপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তফা ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের ফতেপুর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মোস্তফা তার বাড়ি থেকে বের হয়ে মোবাইলে কথা বলতে বলতে রেলপথের খুব কাছে দিয়ে হেঁটে পাশের শর্শদি রেল স্টেশনের দিকে যাচ্ছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মেজবাউল আলম ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ ০৭ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন