গাজীপুর শহরের উত্তর ছায়াবিথী এলাকায় সন্ত্রাসীরা ছুকিাঘাত করে খন্দকার এনামুল হক বিপ্লব (৪৫) নামে এক শিক্ষানবীশ আইনজীবীকে খুন করেছে।
নিহত বিপ্লব পুলিশের বিশেষ শাখার অবসরপ্রাপ্ত উচ্চমান সহকারী খন্দকার সামসুদ্দিনের ছেলে। তাঁর (নিহতের) ছোট ভাই অ্যাডভোকেট খন্দকার আমিনুল হক টুটুল সুপ্রিম কোর্টের আইনজীবী।
নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিপ্লব ছোট বোন এ্যানীর বাসা টাঙ্গাইল থেকে শনিবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে গাজীপুর শহরের বাসায় ফিরছিলেন। বাসার কাছে প্রাইভেটকার থেকে নামার পর পূর্ব পরিচিত দুই যুবক ‘কথা আছে’ বলে শিক্ষানবীশ আইনজীবী বিপ্লবকে ডেকে বাসার সামনের গলিতে নিয়ে যায়। সেখানে তারা হঠাৎ বিপ্লবের বুক ও পেটে উপর্যুপরি ছুরিকাঘাত এবং রড দিয়ে মাথায় আঘাত করে। বিপ্লব চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়লে এলাকাবাসী ছুটে আসেন। এ সময় ওই দুই যুবক দৌঁড়ে পালিয়ে যায়।
আইনজীবী বিপ্লবকে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরী বিভাগের চিকিৎসক বিপ্লবকে ঢাকা মেডিকেল স্থানান্তরের পরামর্শ দেন। স্বজনরা রাত পৌনে ৮টার দিকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিপ্লবকে মৃত ঘোষণা করেন।
জয়দেবপুর থানার ইন্সপেক্টর মোঃ মাহফুজুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে রাব্বি ও রবিন নামে দুই যুবক এ ঘটনা ঘটিয়েছে। রাব্বি ও রবিন দুই ভাই। জড়িতদের গ্রেফতারের জন্যে অভিযান চালানো হচ্ছে।
বিডি-প্রতিদিন/ ০৭ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন