চুয়াডাঙ্গায় মাদক বিরোধী অভিযান চালিয়ে নেনু মন্ডল নামে চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।
শনিবার বিকেলে বিজিবির একটি টহল দল জেলার দামুড়হুদা উপজেলার কুতুবপুর গ্রামের মাঠ থেকে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৩ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
নেনু উপজেলার পীরপুরকুল্লা গ্রামের মৃত জীবক্স মন্ডলের ছেলে।
এ প্রসঙ্গে চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক এস.এম. মনিরুজ্জামান জানান, মুন্সিপুর বিওপি’র একটি টহল দল কুতুবপুর গ্রামের মাঠে অভিযান চালায়ে তাকে আটক করা করে।
আটকের পরেই নেনুকে দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে, জানান মনিরুজ্জামান।
বিডি-প্রতিদিন/ ০৭ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন