শিশু সৌরভকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত। রবিবার বেলা সোয়া ১১টার দিকে গাইবান্ধা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেয়।
প্রসঙ্গত, গত ২ অক্টোবর সুন্দরগঞ্জ উপজেলার গোপালচরণ এলাকায় এমপি লিটনের ছোড়া পিস্তলের গুলিতে আহত হয় শিশু সৌরভ। এ ঘটনায় সৌরভের বাবা বাদী হয়ে ৩ অক্টোবর এমপি লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন। এ ছাড়া এমপি লিটনের বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগে গত ৬ অক্টোবর সুন্দরগঞ্জ থানায় আরও একটি মামলা করেন সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ গ্রামের বাসিন্দা হাফিজার রহমান মণ্ডল।
বিডি-প্রতিদিন/ ০৮ নভেম্বর, ২০১৫/ রশিদা