জামালপুরের মেলান্দহ উপজেলায় শোবার ঘরে ঢুকে এক স্কুল ছাত্রীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রবিবার ভোরে উপজেলার আদ্রা ইউনিয়নের বালুআটা গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।
নিহতের স্কুলছাত্রীর নাম সূর্য বেগম। সে ওই গ্রামের দিনমজুর কুদ্দুস আলীর মেয়ে এবং স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী ছিল।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) আব্দুল হালিম জানান, স্কুলছাত্রী সূর্য বেগম নিজ ঘরে ঘুমিয়ে ছিলো। রবিাবর ভোরে তার দিনমজুর বাবা কুদ্দুস আলী কাজে বেরিয়ে যাবার পর অজ্ঞাত ৪ জন দুর্বৃত্ত ঘরে ঢুকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এসময় ধস্তাধস্তির শব্দ শুনে পাশের ঘর থেকে স্কুলছাত্রীর মা ছুটে এলে তাকে ধাক্কা দিয়ে দুর্বত্তরা পালিয়ে যায়।
খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এঘটনায় আশরাফ নামে এক যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ। তবে হত্যার মোটিভ সম্পর্কে এখনো পুলিশ কিছু জানাতে পারেনি।
নিহত স্কুল ছাত্রীর মা হনুফা বেগমের বরাত দিয়ে পুলিশ জানায়, এলাকার কিছু বখাটে যুবক প্রায়ই স্কুলে যাবার পথে তার মেয়েকে উত্যক্ত করতো। এনিয়ে এলাকায় বিচার-শালিসও হয়েছে।
বিডি-প্রতিদিন/০৮ নভেম্বর, ২০১৫/মাহবুব