কুষ্টিয়ার ভেড়ামারায় মন্টু নামে এক কাঠব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ১০টার দিকে উপজেলার পরানখালী এলাকার একটি বিল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
মৃত মন্টু কুচিয়ামোড়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মন্টুর মোবাইল ফোনটি শনিবার সন্ধ্যা থেকে বন্ধ ছিল। সারাদিন পেশাগত কারণে বাইরে থাকায় সন্ধ্যায় তার পরিবারের লোকজন তার মোবাইল ফোনে খোঁজ করে আর পায়নি। পরে রবিবার সকালে পরানখালী আওড়ের বিলের ফাঁকা মাঠে মন্টুর লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
ভেড়ামারা থানার ওসি তাজুল ইসলাম জানান, নিহত মন্টু কাঠব্যবসার পাশাপাশি ঘটকালিও করতেন। দুর্বৃত্তরা মন্টুকে শ্বাসরোধ করে হত্যা করে মৃতদেহ বিলের পাশে ফেলে যায়। তার একটি চোখ উপড়ে ফেলা হয়েছে বলে ওসি জানান। তবে কি কারণে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে ওসি তা তাৎক্ষণিকভাবে বলতে পারেননি। তিনি বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বিডি-প্রতিদিন/ ০৮ নভেম্বর, ২০১৫/ রশিদা