ফেনী সদর উপজেলার শর্শদি রেলস্টেশন এলাকায় ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সকালে স্থানীয়রা রেললাইনের পাশে লাশটি দেখতে পেয়ে জিআরপি পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহতের পরিচয় পাওয়া যায়নি।
ফেনী রেলওয়ে স্টেশন জিআরপি পুলিশের ইনচার্জ মেজবাউল আলম জানান, রাতের যে কোনো সময় ট্রেনের ছাদ থেকে পড়ে গিয়ে যুবকের মৃত্যু হতে পারে। নিহতরে গায়ে কালো গেঞ্জি ও সাদা প্যান্ট ছিল। তার মাথার পেছনের অংশ থেঁতলে গেছে এবং একটি পা কেটে গেছে।
বিডি-প্রতিদিন/ ০৮ নভেম্বর, ২০১৫/ রশিদা