নাটোরে দীর্ঘ সাত বছরের প্রেমের সফল পরিণতির আশায় প্রেমিকের বাড়িতে দুইদিন অনশনের পর অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে অবস্থান করছেন প্রেমিকা। এ ঘটনার পর আত্মগোপনে রয়েছেন প্রেমিক।
ঘটনাটি ঘটেছে নাটোর সদর উপজেলার মোকরামপুর গ্রামে।
স্থানীয়রা জানায়, দত্তপাড়া গ্রামের আলতাফ হোসেনের কলেজ পড়ুয়া মেয়ে আতিয়া খাতুন আশার (২২) সঙ্গে পাশের মোকরামপুর গ্রামের হাতেম আলীর ছেলে হাফিজুর রহমান হাফিজের (২৮) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘ সাত বছর ধরে চলে এ প্রেম। সম্প্রতি হাফিজের বাবা-মা অন্যত্র তার বিয়ে ঠিক করে। এ খবর পেয়ে আশা বিয়ের দাবিতে শুক্রবার হাফিজের বাড়িতে গিয়ে ওঠে। এরপর ছেলে ও মেয়ে পক্ষকে সঙ্গে নিয়ে এলাকার লোকজন সমঝোতায় বসে। তাতে সিন্ধান্ত হয় দিনক্ষণ ঠিক করে দু'জনার বিয়ে দেয়া হবে। এরই ফাঁকে প্রেমিক হাফিজ সটকে পড়লে আশা তার বাড়িতেই অবস্থান নেয়। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে শনিবার রাতে পুলিশ গিয়ে আশাকে থানায় নিয়ে আসে। সেখানে আশা অসুস্থ হয়ে গেলে তাকে রাতেই সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে আশা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।
এ ব্যাপারে নাটোর সদর থানার উপ-পরিদর্শক আকতারুজ্জামান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য আশাকে থানায় নিয়ে আসা হয়েছিল। পরে তাকে তার বাবার জিম্মায় দেওয়া হয়েছে।
সোমবার দু'পক্ষকে থানায় হাজির হতে বলা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৮ নভেম্বর ২০১৫/ এস আহমেদ