নাটোরের সিংড়ায় উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা প্রার্থীর চেয়ে পুলিশের দাবি দ্বিগুন।
বিএনপি প্রার্থী ফয়জুন নেছা পুতুল সিংড়ার ১১ ইউনিয়ন এবং একটি পৌর এলাকায় মোট ৩৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে নির্বাচন কমিশন সহ আইন-শৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন। অন্যদিকে পুলিশ বলছে তারা তাদের গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে মোট ৭০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে। এসব কেন্দ্রে যে কোন অনাকাঙ্খিত ঘটনা এড়াতে ইতোমধ্যেই সব ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মুন্সি শাহাবুদ্দিন।
চলতি বছরের ২৩ আগষ্ট উপজেলা চেয়ারম্যান বিএনপি সমর্থিত অ্যাডভোকেট আবুল কালাম আজাদের মৃত্যুতে এই পদটি শূন্য ঘোষণা করা হয়। আগামী ১০ ডিসেম্বর এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/০৮ নভেম্বর ২০১৫/ এস আহমেদ