নাটোরের পার হালসা আশ্রায়নে স্বামী ও শ্বাশুড়ির বিরুদ্ধে আরিফা বেগম নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
প্রতিবেশীদের বরাত দিয়ে পুলিশ জানায়, গতরাতে সদর উপজেলার পার হালসা আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা মাসুদ আলীর স্ত্রী আরিফা বেগমকে (২৬) পারিবারিক বিরোধ নিয়ে স্বামী ও শ্বাশুড়ি মারপিট করে। এক পর্যায়ে গলা টিপে ধরলে আরিফা জ্ঞান হারিয়ে ফেলে। এ অবস্থায় তাকে নাটোর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে সে মারা যায়। পরে ঘটনা ধামাচাপা দিতে আরিফা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রচার করা হয়।
খবর পেয়ে পুলিশ রবিবার সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় শ্বাশুড়ি অফেজান বিবিকে আটক করেছে পুলিশ। তবে স্বামী মাসুদ পালিয়ে গেছে।
বিডি-প্রতিদিন/০৮ নভেম্বর ২০১৫/ এস আহমেদ