চট্টগ্রামে বাসের ধাক্কায় সুমাইয়া আকতার নামে এক শিশু নিহত হয়েছে। রবিবার সকালে সীতাকুণ্ড উপজেলার টেরিআইল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া টেরিআইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।
সীতাকুণ্ড থানা পুলিশ জানায়, স্কুলে যাওয়ার জন্য রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির বাস সুমাইয়াকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/ ০৮ নভেম্বর, ২০১৫/ রশিদা