তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের মোয়াকোলা গ্রামে দুই গ্রুপের সংঘর্ষে দু'জন নিহতের পর গ্রেফতার আতঙ্কে পুরুষশূন্য হয়ে পড়েছে ওই এলাকা। মায়াকোলার নারী-শিশুরা চরম আতঙ্কে ও নিরাপত্তাহীনতায় রয়েছে।
জানা গেছে, শনিবার নুহু মোল্লা ও শহীদ মোল্লা গ্রুপের মধ্যে সংঘর্ষ চলাকালে ফলার আঘাতে নুহু মোল্লা গ্রুপের ইউসুফ আলী (৬৫) নিহত হন। এ ঘটনায় শনিবার রাতে নিহতের ছোট ভাই ইব্রাহীম হোসেন বাদী হয়ে শহীদ মোল্লা গ্রুপের আবুল কালামকে প্রধান আসামি করে ৭০জন নামীয়সহ অজ্ঞাত আরো ২০/৩০জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। অপরদিকে, নুহু মোল্লার গ্রুপের হামলার সময় ঘরের সিলিংয়ে আশ্রয় নিয়ে আতঙ্কে হাজী মোজাম্মেল হক (৭০) নিহত হন। তবে এ ঘটনায় কেউ মামলা দায়ের করেনি।
এদিকে, পুরো গ্রামের পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ টহল দিচ্ছে। গ্রামের প্রায় সকল পুরুষ গ্রেফতার এড়াতে পালিয়ে থাকায় পুরো গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে। শিশু-নারীদের মধ্যেও এক ধরনের আতঙ্কে বিরাজ করছে। নতুন করে দু'পক্ষের সংঘর্ষে ও মালামাল লুট হওয়ার আশঙ্কা থাকায় বাইরের গ্রামের আত্মীয়স্বজন ও স্থানীয় জন প্রতিনিধিদের সহযোগিতায় নারীরা তাদের মালামাল নিজ হেফাজতে অথবা অন্য নিরাপদ জায়গায় সরিয়ে নিচ্ছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা জুলহাস হোসেন জানান, নতুন করে যাতে কোন সংঘর্ষ বা লুটপাটের ঘটনা না ঘটে এ জন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে গ্রেফতারের ভয়ে পুরো এলাকা পুরুষশূন্য হয়ে পড়েছে। ইতোমধ্যে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ আটজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া লাশ দু'টি ময়নাতদন্তের পর হাসপাতাল থেকেই দুই পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৮ নভেম্বর ২০১৫/ এস আহমেদ