নোয়াখালী সদর উপজেলার চরউরিয়া উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী (১৩) স্থানীয় মনির আহম্মেদ মিন্টুর মেয়েকে গভীর রাতে ঘরে ঢুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে একই গ্রামের তিনজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে শনিবার রাতে সুধারাম মডেল থানায় মামলা দায়ের করেছে। অভিযুক্তরা হলেন ওই গ্রামের সিএনজি চালক মো. মাসুদ, তার সহযোগি ফারুক ও কালা।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে। এক পর্যায়ে ভিকটিমের আত্মচিৎকারে তার পরিবারের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত মাসুদ ও তার দুই সহযোগি পালিয়ে যায়। ঘটনার ৪দিন পরও অভিযুক্তরা গ্রেফতার হয়নি।
ভিকটিমের পরিবার জানান, দীর্ঘ ৪/৫ মাস ধরে সিএনজি চালক মাসুদ ভিকটিমকে স্কুলে যাওয়া-আসার পথে উত্যক্ত করতো। ঘটনার দিন গভীর রাতে ভিকটিমের ঘরে ঢুকে জোরপূর্বক তাকে ধর্ষণের চেষ্টা করে।
এদিকে একটি মহল ঘটনাটি ধামা-ছাপা দেওয়ার চেষ্টা করছে।
সুধারাম থানার এসআই সুধন ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বিডি-প্রতিদিন/০৮ নভেম্বর ২০১৫/ এস আহমেদ