জেএসসি পরীক্ষায় নকলে সহায়তা করায় বগুড়ার নন্দীগ্রামে পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে পরীক্ষা চলাকালীন দুই শিক্ষককে বহিস্কার করেছেন নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও দ্বায়িত্বপ্রাপ্ত ম্যাজিষ্ট্রেট আনোয়ার ইমাম।
কেন্দ্র সচিব শফি উদ্দিন জানান, রবিবার জেএসসির গণিত বিষয়ে পরীক্ষা চলাকালীন সময়ে নকলে সহায়তা করার অভিযোগে নন্দীগ্রাম পাইলট উচ্চ বিদ্যলয়ের সহকারী শিক্ষক নুরুল উদ্দিন ও একই স্কুলের কম্পিউটার শিক্ষক শামসুল বারীকে কেন্দ্র থেকে বহিস্কার করা হয়।
বিডি-প্রতিদিন/০৮ নভেম্বর ২০১৫/ এস আহমেদ