বগুড়া থেকে নিষিদ্ধ সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) জেলা কমান্ডার মেহেদী হাসান ওরফে জিহাদ (২০)সহ দুইজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শনিবার দিবাগত ভোররাত ৩টার দিকে বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতার অপরজন হলেন এবিটির সহকারী জেলা কমান্ডার মোদাচ্ছির ওরফে তানজিম (২১)।
এসময় আনসারুল্লাহ বাংলা টিমের জেলা কমান্ডার জিহাদের বাড়ি থেকে পুলিশ ধারালো অস্ত্র ও ৭৩২টি জিহাদী বই ও খাতাপত্র উদ্ধার করে পুলিশ।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের সহায়তায় ডিবি পুলিশের সদস্যরা শনিবার দিবাগত ভোর রাতে বগুড়া সদরের মধ্য পালশা গ্রামে অভিযান চালিয়ে এবিটি বগুড়া জেলার কমান্ডার মেহেদী হাসান ওরফে জিহাদ (২০) কে আটক করা হয়। এসময় তার বাড়ি থেকে ২টি চাকু, ৩টি হাসুয়া ও এবিটির ৭৩২টি জিহাদী বই ও খাতাপত্র উদ্ধার করা হয়। সে মধ্য পালশার আব্দুল মজিদ ওরফে শাহীনের পুত্র।
আটককৃত জিহাদের স্বীকারোক্তিতে গোয়েন্দা পুলিশ জেলার কাহালু উপজেলার দেওগ্রামে অভিযান চালিয়ে এবিটির সহকারী জেলা কমান্ডার মোদাচ্ছির ওরফে তানজিমকে (২১) আটক করে। সে ওই গ্রামের মাওলানা ইয়াকুব আলীর পুত্র।
বগুড়া ডিবির ওসি আমিরুল ইসলাম জানান, গ্রেফতারের পর তারা পুলিশের কাছে স্বীকার করেছে নিষিদ্ধ সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) হয়ে তারা জেলায় সংগঠিত হতে শুরু করেছিল। এরমধ্যে জেলা কমান্ডার জিহাদ এবং সহকারী কমান্ডার হিসেবে তানজিম কাজ করে আসছিল। তাদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের হয়েছে।
বিডি-প্রতিদিন/০৮ নভেম্বর ২০১৫/ এস আহমেদ