বালুবাহী ট্রাক্টর চাপায় দিনাজপুরের বীরগঞ্জে মো. সুজন (১৭) নামে একজনের মৃত্যু হয়েছে। সে ওই ট্রাক্টরের হেলপার। নিহত সুজন বীরগঞ্জ পৌর শহরের মাকড়াই গ্রামের মো. শাহ আলমের পুত্র।
রবিবার সন্ধ্যা ৭টায় পৌরশহরের মাকড়াই শালবন নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বীরগঞ্জ থানার এএসআই মো. মশিউর রহমান জানান, শহরের ঢেপা নদী থেকে বালু নিয়ে মাকড়াই শালবন নামক এলাকায় একটি গর্ত ভরাটের জন্য ট্রাক্টর নিচে নামে। এ সময় নিয়ন্ত্রয় হারিয়ে ট্রাক্টরের পিছনে দাড়িয়ে থাকা হেলপার মো. সুজনকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। সুরতহাল শেষে লাশ মর্গে পাঠানো হবে। ট্রাক্টরের চালক রাসেল পলাতক রয়েছে।
বীরগঞ্জ থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
বিডি-প্রতিদিন/০৮ নভেম্বর ২০১৫/ এস আহমেদ