হাটিকুমলূল-বনপাড়া মহাসড়কে সিরাজগঞ্জের সলঙ্গায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাগর আলী নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাস চালকসহ কমপক্ষে আরো ৫ যাত্রী আহত হয়েছেন। নিহত ট্রাকচালক সাগর সাতক্ষীরা সদর উপজেলার তুজলপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। আজ সোমবার সকাল ৬টার দিকে থানার চড়িয়াশিকার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাটিকুমলূল হাইওয়ে থানার সার্জেন্ট আব্দুল গনি জানান, চট্টগ্রাম থেকে রাজশাহীগামী শ্যামলী পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ফলবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক সাগর মারা যায়। আহতদেরকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক-বাস থানা নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারা মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/৯ নভেম্বর ২০১৫/শরীফ