নাশকতার আংশকায় রবিবার রাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত ঝিনাইদহে জামায়াত-শিবিরের ১৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এর মধ্যে সদর উপজেলার ৩ জন, শৈলকুপা থেকে ১ জন, কালীগঞ্জ থেকে ৪ জন, কোটচাঁদপুরে ৩ জন ও মহেশপুর থেকে ৬ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন ঝিনাইদহ সদরের হামদহ নূর ইসলামের দুই ছেলে বিপ্লব হোসেন (২৫) ও সাদ্দাম হোসেন (২০) এবং একই গ্রামের মকবুল হোসেনের ছেলে হুমায়ূন কবির (২০), শৈলকুপা থানার বৃত্তিপাড়া গ্রামের আইনাল হকের ছেলে শুকুর আলী (৫৮), খণ্ডক বাড়ীয়া গ্রামের একদিল হোসেনের ছেলে তরিকুল ইসলাম (৩৫), কালীগঞ্জ থানার বানুড়িয়া গ্রামের আকতার হোসেনের ছেলে সাখাওয়াত হোসেন (২২), নরাদ্রহি গ্রামের আব্দুল করিমের ছেলে মোহাম্মদ আলী (৪৫), একই গ্রামের ইউনুছ আলীর ছেলে ইসমাইল পাটুয়ারী (৪৫), কৃষ্ঞপুর পান্তাপাড়া গ্রামের তোরাপ মোল্লার ছেলে ওবাইদুর রহমান (২৮), মহেশপুর থানার মদনপুর গ্রামের আনছার আলীর ছেলে নূরুল ইসলাম (৩০), নওদাপাড়া গ্রামের সামছুদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম (৩৪), বাজিপোতা গ্রামের নজির মণ্ডলের ছেলে সাইদার আলী (৪৫), একই গ্রামের সাইদার আলীর ছেলে রফিকুল ইসলাম (২৩), বাশপোতা গ্রামের আব্দুল জলিলের ছেলে ইউনুস আলী (৪০) ও আদমপুর গ্রামের আব্দুস সালামের স্ত্রী রহিমা বেগম (৩৭)।
ঝিনাইদহ পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে পুলিশের কাছে তথ্য ছিল যে তারা সংগঠিত হয়ে নাশকতার পরিকল্পনা করছিল।
বিডি-প্রতিদিন/৯ নভেম্বর ২০১৫/শরীফ