সিরাজগঞ্জে র্যাব-পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে জামায়াত-বিএনপির ২১ নেতাকর্মীসহ বিভিন্ন মামলার ৩২ জনকে আটক করা হয়েছে। রবিবার রাত ১০টা থেকে থেকে আজ ভোররাত পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান, সদর উপজেলার বাগবাটি, খোকসাবাড়ি, শিয়ালকোল, রতনকান্দি ও শহরের কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে ৩২ ব্যক্তিকে আটক করা হয়। এর মধ্যে জামায়াত-বিএনপির ২১ নেতাকর্মী রয়েছে। বাকিরা মাদকসহ বিভিন্ন মামলার আসামী। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/৯ নভেম্বর ২০১৫/শরীফ