ময়মনসিংহের ভালুকায় চাকরি নিতে এসে লাশ হয়ে বাড়ি ফিরতে হল এক যুবকে। ঘটনাটি ঘটে আজ সোমবার সকালে ঢাকা-ময়ময়নসিংহ মহাসড়কের হবিরবাড়ি মায়ের মসজিদ এলাকায়।
পুলিশ জানায়, পার্শবর্তী উপজেলা গফরগাঁওয়ের বখুরা গ্রামের মান্না মাস্টারের ছেলে মোসারফ হোসেন [২২] আজ সোমবার সকালে উপজেলা মাস্টারবাড়ী এলাকায় আবস্থিত সাদচাঁন মিলে চাকরির জন্য আসেন। এ সময় রাস্তা পারাপারের সময় একটি বাস তাকে চাপা দিলে গুরুতর আহত হয় সে। পরে ভালুকা হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/৯ নভেম্বর ২০১৫/শরীফ