নাশকতার অভিযোগে সাতক্ষীরায় বিজিবি, র্যাব, কোষ্টগার্ড ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের ৩০ কর্মীসহ ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার আটটি থানায় এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে জামায়াত-শিবিরের ৩০ জন কর্মীসহ নিয়মিত মামলার ১৬ জন আসামি রয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪৬ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে, সদর থানায় ১০ জন, কলারোয়ায় ৩ জন, তালায় ২ জন, কালিগঞ্জে ৭ জন, শ্যামনগরে ৪ জন, আশাশুনিতে ৪ জন, দেবহাটায় ১২ জন ও পাটকেলঘাটায় ৪ জন গ্রেফতার হয়েছে।
বিডি-প্রতিদিন/০৯ নভেম্বর ২০১৫/ এস আহমেদ