ঝিনাইদহ সরকারী বালিকা বিদ্যালয়ে জেএসসি পরীক্ষাকেন্দ্রে যৌন হয়রানির অপরাধে ৭ যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ঝিনাইদহ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উসমান গনি সোমবার দুপুরে এ রায় প্রদান করেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, ঝিনাইদহ সরকারী বালিকা বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে জেএসসি পরীক্ষা শুরু হওয়ার সময় কেন্দ্রে ঢুকে ৭ বখাটে ছাত্রীদের উত্যক্ত করছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত তাদের হাতেনাতে আটক করে।
পরীক্ষা শেষে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
বিডি-প্রতিদিন/০৯ নভেম্বর ২০১৫/ এস আহমেদ