ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় পুকুরের পানিতে ডুবে শাওন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। শাওন উপজেলার সারুটিয়া ইউনিয়নের ভাট বাড়িয়াগ্রামের শফিউদ্দিনের পুত্র। এ ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে আসে।
জানা গেছে, আজ সোমবার বেলা ১২টার দিকে অন্য শিশুদের সঙ্গে শাওন বাড়ির উঠানে খেলছিল। এসময় সকলের অজান্তে সে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তার লাশ ভেসে ওঠে।
বিডি-প্রতিদিন/ ০৯ নভেম্বর, ২০১৫/ রশিদা