পটুয়াখালীর কলাপাড়ায় ক্ষুধার্ত মেছোবাঘ খাবারের সন্ধানে জঙ্গল থেকে বের হয়ে এসে গ্রামবাসীদের হাতে আটক হয়েছে। সোমবার দুপুরে বনকর্মীরা খবর পেয়ে ওই মেছোবাঘটিকে উদ্ধার করে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করেছে।
জানা যায়, প্রতি রাতে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের সাফাখালী গ্রামের মো. সোলায়মানের হাসের খামারের দুই/চারটি হাস মারা পড়তো মেছোবাঘের শিকার হয়ে। রবিবার গভীর রাতে পাতা ফাঁদে বাঘটি আটকা পড়ে।
স্থানীয়রা জানায়, পার্শ্ববর্তী জঙ্গল থেকে বেরিয়ে এসে প্রতি রাতে গ্রামের হাঁস-মুরগী ও ছাগল-ভেড়া মেরে ফেলতো। রবিবার রাতে শিকারের সন্ধানে বের হয়ে আসলে ওই বাঘটি পাতা ফাঁদে আটকা পড়ে। ক্ষিপ্ত লোকজন গণপিটুনির পর বাঘটিকে আটকে রাখেন। মেছোবাঘ আটকের খবর পেয়ে সোলায়মানের বাড়িতে শত শত নারী পুরুষ ভিড় জমায়।
ক্ষতিগ্রস্ত হাঁসের খামারের মালিক মো.সোলায়মান জানান, তার খামার থেকে প্রতিরাতে ২ থেকে ৪টি হাঁস মেরে ফেলার কারণে তিনি একটি ফাঁদ পাতেন। ওই ফাঁদে এ বাঘটি আটকা পড়েছে।
ফরেস্ট গার্ড আমানুর রহমান জানান, স্থানীয় সংবাদের ভিক্তিতে আটক মেছো বাঘটিকে উদ্ধার করা হয়। সোমবার দুপুরে ওই বাঘটিকে ধূলাসার সংরক্ষিত বনে ছেড়ে দেয়া হয়েছে বলে তিনি জানান।
বিডি-প্রতিদিন/ ০৯ নভেম্বর, ২০১৫/ রশিদা