নোয়াখালীতে যৌথবাহিনী অভিযান চালিয়ে ৯৬ জনকে আটক করেছে। আটকৃতদের মধ্যে সদর উপজেলা যুবদলের সভাপতি ভিপি জসিম উদ্দিনসহ বিএনপি ও জামায়াতের ৩০ নেতাকর্মী রয়েছেন। রবিবার রাত থেকে সোমবার দুপুর ২টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সুপার ইলিয়াছ শরীফ জানান, অভিযানে আটককৃতদের মধ্যে নাশকতার মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রয়েছে। আটকৃতদেরকে সংশ্লিষ্ট আদালতে হাজির করা হয়।
বিডি-প্রতিদিন/ ০৯ নভেম্বর, ২০১৫/ রশিদা