চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে অস্ত্রসহ রাসেল (২৫) ও সিএনজি আটকসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এসময় একটি দেশীয় তৈরি এলজি ও ১০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
রবিবার রাতে তাদের আটক করে বলে জানান থানার ওসি স্বপন কুমার মজুমদার। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালানো হয়ে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৯ নভেম্বর, ২০১৫/ রশিদা