বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বলেছেন, ‘আমি প্রতিটি ঘন্টা মিনিট সেকেন্ড জামালপুরের উন্নয়নে কাজ করে যাচ্ছি। মন্ত্রীত্বের দায়িত্ব নেয়ার পর মাত্র ১ বছর ১০ মাসে যে উন্নয়ন হয়েছে-অতিতে হাজার বছরেও সে উন্নয়নও হয়নি। এক গলির শহর থেকে জামালপুর শহরকে তিন গলির শহরে উন্নীত করেছি।
তিনি বলেন, দীর্ঘদিন যাবত জামালপুর পৌরসভার মেয়রের দায়িত্বে রয়েছেন একজন বিএনপি নেতা কিন্ত শহরবাসী জানেন তিনি পৌর উন্নয়নে কিছুই করেনি। এই শহরে ময়লার গন্ধে মানুষ চলাফেরা করতে পারেনা।
আগামী পৌর নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থীকে মেয়র পদে নির্বাচিত করার আহবান জানিয়ে মির্জা আজম বলেন, দলীয় প্রার্থী সাবেক জনপ্রিয় পৌর চেয়ারম্যান মির্জা সাখাওয়াতুল আলম মনি মেয়র নির্বাচিত হলে প্রথম শ্রেণীর সকল সুবিধাসহ জামালপুর পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রুপান্তর করতে যা প্রয়োজন তার সবই করবো।
শনিবার বিকেলে জামালপুর বৈশাখী মেলা মাঠে শহর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাসুম রেজা রহিমের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন সাবেক ভূমি মন্ত্রী রেজাউল করিম হীরা এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি আ্যাডভোকেট বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, মির্জা সাখাওয়াতুল আলম মনি, বিজন কুমার চন্দ, রেজাউল করিম রেজনু প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ১৪ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন