চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় মো. জাব্বার (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের চামাগ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাব্বার সদর উপজেলার আকুন্দবাড়িয়া গ্রামের মো. আজাহার আলীর ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার এসআই আতাউর রহমান জানান, সন্ধ্যা পৌনে ৭টার দিকে শিবগঞ্জ থেকে আসা গরুভর্তি একটি ট্রাক চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের চামাগ্রাম এলাকায় সাইকেলআরোহী জাব্বারকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান জাব্বার।
বিডি-প্রতিদিন/২৬ নভেম্বর ২০১৫/ এস আহমেদ