ফেনী জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাটোয়ারিকে (৩৫) গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার ভোরে শহরের রামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আনোয়ার রামপুর পাটোয়ারি বাড়ির লাতু মিয়ার ছেলে।
র্যাব ফেনী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. মোজাম্মেল হাসেন জানান, আনোয়ারের বিরুদ্ধে ১৭টি মামলা এবং ৩টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। ফেনী মডেল থানার পুলিশ জানায়, আনোয়ারের বিরুদ্ধে নাশকতা, হত্যা, বিস্ফোরকসহ বিভিন্ন মামলার পাশাপাশি সময় সংবাদের ফেনী রিপোর্টার আতিয়ার সজলকে শারীরিকভাবে লাঞ্চিত করার ও অস্ত্র উঁচিয়ে হত্যা চেষ্টার অভিযোগ রয়েছে।
বিডি-প্রতিদিন/২৭ নভেম্বর ২০১৫/ এস আহমেদ