ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বড়বাড়ী গ্রামের মাঠে থেকে হাত-পা বাধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৮টার দিকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
সকালে এলাকাবাসী প্রথমে মৃতদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোয়াজ্জেম হোসেন এ তথ্য জানান।
বিডি-প্রতিদিন/২৭ নভেম্বর ২০১৫/ এস আহমেদ