বগুড়ার শিবগঞ্জে মসজিদে ঢুকে মুসল্লিদের ওপর গুলি করে নিহতের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- আনোয়ার (৪৮) ও জুয়েল (২৫)। বর্তমানে তাদের শিবগঞ্জ পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
এদিকে এ ঘটনায় মসজিদের কোষাধ্যক্ষ সোনা মিয়া রাতেই শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল আটকের বিষয়টি নিশ্চিত করেন।
বিডি-প্রতিদিন/২৭ নভেম্বর ২০১৫/ এস আহমেদ