চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শিংনগর থেকে একটি নাইন এমএম পিস্তল, দু'টি ম্যাগজিন এবং ৬ রাউন্ড নাইন এমএম'র গুলিসহ মোমিনুল ইসলাম (৩০) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোমিনুল ইসলাম শিংনগর গ্রামের মেহের আলীর ছেলে।
চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুছ আলী জানান, গোপন সূত্রে খবর পেয়ে চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার মো. বেলায়েত হোসেনের নেতৃত্বে ডিবির একটি দল মোমিনুল ইসলামের নিজ গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময়ে তার দেহ তল্লাশি করে একটি নাইন এমএম পিস্তল, দু'টি ম্যাগজিন এবং ৬ রাউন্ড নাইন এমএম'র গুলি উদ্ধার করা হয়। মোমিন অস্ত্রগুলো ভারত থেকে এনেছে এবং সে এগুলো ঢাকায় নিয়ে বিক্রি করত বলে জানিয়েছে।
বিডি-প্রতিদিন/২৭ নভেম্বর ২০১৫/শরীফ