পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় মনিরা আকতার (১৪) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে তেঁতুলিয়া উপজেলার প্রধানগছ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত মনিরা আকতার উপজেলার প্রধানগজ গ্রামের মোস্তফা কামালের মেয়ে। সে এবার গীতালগজ উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষা দিয়েছিল।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, মনিরা আকতার বাড়ি থেকে বের হয়ে প্রধানগছ এলাকায় ভজনপুর- ভুতিপুকুরী সড়ক পারাপারের সময় ভুতিপুকুরী থেকে আসা পাথরভর্তি ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এলাকাবাসী ট্রাকটরটিকে আটক করেছে। তবে এর চালক ও সহকারী পালিয়েছে।
তেঁতুলিয়ার থানার জেডএম আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ দেয়নি বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/২৭ নভেম্বর ২০১৫/শরীফ